কুরআন-হাদীসের আলোকে পরিবার গঠন ও সন্তান প্রতিপালন – লেখকঃ ড. এস. এম. আব্দুছ ছালাম
কুরআন-হাদীসের আলোকে পরিবার গঠন ও সন্তান প্রতিপালন – ড. এস. এম. আব্দুছ ছালাম! বর্তমান সময়ে আমরা অনেক তরুণ ও যুবককেই দেখি যে, তারা পরিবারের পক্ষ থেকে সঠিক পরিচর্যা ও প্রকৃত শিক্ষা না পাওয়ার ফলে বিপথগামী ও পথভ্রষ্ট হচ্ছে; ধর্মীয় বিধি-বিধান পালনে উদাসীনতা ও শৈথিল্য প্রদর্শন করছে, তমসাচ্ছন্ন আঁধারে ঢাকা কণ্টকাকীর্ণ দুর্গম পথে অবলীলায় হেঁটে চলছে; মাদক ও নেশা জাতীয় দব্র্য গ্রহণ করছে; কুপ্রবৃত্তি চরিতার্থ করার জন্য অনৈতিক সম্পর্ক স্থাপন করছে; নীতি- নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিসর্জন দিয়ে অন্যায়-অনাচার, ব্যভিচার-পাপাচার, অশ্লীলতা ও শরী’আত গর্হিত কাজে লিপ্ত হচ্ছে; অনেকেই আবার বিশেষ কিছু স্বার্থান্বেষী-কুচক্রী মহলের প্ররোচণা ও খপ্পরে পড়ে গোড়ামী, চরমপন্থা ও জঙ্গিবাদের সাথে জড়িয়ে পড়ছে; ধর্ম, রাষ্ট্র ও মানবতা বিরোধী নানাবিধ অপকর্মে লিপ্ত হয়ে জনজীবনকে বিপর্যস্ত করে তুলছে এবং বিজাতীয় অপসংস্কৃতির নগ্ন স্রোতধারায় গা ভাসিয়ে দিচ্ছে।
ফলে তাদের জীবনের ছন্দপতন ঘটছে, উজ্জ্বল সম্ভবনাময় ভবিষ্যৎ অন্ধকারের অতল গহ্বরে হারিয়ে যাচ্ছে। অথচ তরুণ ও যুবসমাজ হলো একটি দেশ ও জাতির প্রাণ, আগামী দিনের কাণ্ডারী, ভবিষ্যত কর্ণধার, উন্নতি ও অগ্রগতির মূল চালিকাশক্তি। তাই আজকের শিশু-কিশোরদেকে শৈশব থেকেই সঠিক পথে পরিচালিত করতে হবে; তাদেরকে ইসলামী আদর্শে উজ্জীবিত করতে হবে; চরিত্রবান, আদশর্বান, ন্যায়পরায়াণ ও সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। আর এই গুরুদায়িত্ব সর্বপ্রথম পিতা-মাতা ও অভিভাবকদেরকে-ই অত্যন্ত যত্নের সাথে পালন করতে হবে।
শিশু-কিশোরদের শারীরিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক সুস্থ বিকাশ কীভাবে ঘটানো যায়; তাদরেকে কীভাবে সুশিক্ষায় শিক্ষিত করে ইসলামের পথে পরিচালিত করা যায়; কীভাবে তাদের হৃদয়ে ইসলামের প্রকৃত শিক্ষা বদ্ধমূল করে দেওয়া যায়; ধর্মীয় রীতি-নীতি পালনের মাধ্যমে তাদেরকে কীভাবে আদশর্ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলা যায়, জীবনের শুরুতেই নীতি-নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও মনুষ্যত্ববোধ জাগ্রত করা যায়– এ বিষয়টিই “কুরআন-হাদীসের আলোকে পরিবার গঠন ও সন্তান প্রতিপালন” শীর্ষক গ্রন্থে অত্যন্ত সাবলীল ও সহজ-সরল ভাষায় উপস্থাপন করা হয়েছে।
কুরআন-হাদীসের আলোকে পরিবার গঠন ও সন্তান প্রতিপালন PDF File Download:
আপনি খুব সহজেই ড. এস. এম. আব্দুছ ছালাম এর লেখা “কুরআন-হাদীসের আলোকে পরিবার গঠন ও সন্তান প্রতিপালন” মহা মূল্যবান বইটি নিচের লিংক থেকে পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারবেন।
পিডিএফ ফাইল ডাউনলোড: কুরআন-হাদীসের আলোকে পরিবার গঠন ও সন্তান প্রতিপালন